Azhar Ibn Mostafiz
Azhar Ibn Mostafiz Sr. Software Engineer at Nurency Digital.

ইমেকস : ডায়ারড (Emacs Dired)

চলুন আজ জেনে নেই কিভাবে ইমেকসে(Emacs) ফাইল এবং ফোল্ডার ব্যবস্থাপনা করা যায়। ইমেকসে ফাইল এবং ফোল্ডার সুন্দরভাবে ব্যাবস্থাপনার জন্য যে মোডটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডায়ারড(Dired - Directory Editor)। ডায়ারড মোড চালু করার জন্য আমাদেরকে C-x d (Ctrl+x d) চাপ দিতে হবে। এরপর যে ডিরেক্টরি নিয়ে কাজ করবো সেটাতে প্রবেশ করতে হবে। এতে করে ইমেকসে ফাইল এবং ফোল্ডারের একটি লিস্ট প্রদর্শণ করবে। আমরা কোন ফোল্ডারে প্রবেশ করতে চাইলে ফোল্ডারটির উপর কার্সর নিয়ে Enter চাপ দিতে হবে। একইভাবে ইমেকসে কোন ফাইল খুলতে চাইলে ফাইলটির উপর কার্সর নিয়ে Enter চাপতে হবে। এছাড়াও ডিরেক্টরি ব্যবস্থাপনার জন্য যেসকল কমান্ড দিতে হবে সেগুলো নিচে দেয়া হলো-

১. কোন ডিরেক্টরি উইন্ডো বন্ধ করতে চাইলে -

q
২. পূর্বের ডিরেক্টরিতে ফিরে যেতে চাইলে - ^
৩. নতুন ফোল্ডার তৈরি করার জন্য - +
৪. কোন ফাইল বা ফোল্ডার কপি করার জন্য - C
৫. কোন ফাইল বা ফোল্ডার মুছে ফেলার জন্য - D
৬. কোন ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য - R
৭. ডিরেক্টরি রিফ্রেশ করার জন্য - g

comments powered by Disqus