কেন ভিজে উঠে আঁখি
কষ্ট ঢাকার শত আয়োজন,
ভুলে থাকতে যা প্রয়োজন,
নেইতো কিছুই বাকি
তবু কষ্ট আসে ফিরে ফিরে
জং ধরে, দেখ স্বপ্নকে ঘিরে
কেন ভিজে উঠে আঁখি…
স্বপ্নের ফেরিওয়ালা
কষ্ট ঢাকার শত আয়োজন,
ভুলে থাকতে যা প্রয়োজন,
নেইতো কিছুই বাকি
তবু কষ্ট আসে ফিরে ফিরে
জং ধরে, দেখ স্বপ্নকে ঘিরে
কেন ভিজে উঠে আঁখি…