Spacemacs #1: পরিচিতি
ইমেকস (Emacs) এবং ভিম ( Vim ) খুবই পুরনো এবং জনপ্রিয় দুটি টেক্সট এডিটর (Text Editor)। Editor War বললে সাধারণত এই দুটি এডিটরের মধ্যে কোনটি অধিক ভালো এই বিতর্কটিই উঠে আসে। দুটি এডিটরকেই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারি (Customizable) এবং বিভিন্ন প্লাগইনসের মাধ্যমে আমরা এডিটরগুলোর কাজের পরিধি বৃদ্ধি করতে পারি (Extensible)। ইমেকস-এ Org mode এর মত অসাধারণ কিছু প্লাগইনস আছে অন্যদিকে ভিম-এর রয়েছে দ্রুত কাজ করার উপযোগী Key Bindings. এই দুই এডিটরের বিতর্কে Spacemacs উপসংহার টেনেছে এভাবে “The best editor is neither Emacs nor Vim, it’s Emacs and Vim!”.
Spacemacs হচ্ছে Emacs এর একটি ডিস্ট্রিবিউশন। যেখানে Vim এর Key Bindings গুলো নিয়ে Emacs কে কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে একটি শক্তিশালী টেক্সট এডিটিং ইনভারমেন্ট।